মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া-র কবিতা
। উন্মাদ রাত্রি কথা
শ্মশানের গায়ে আঁকা এইরাত লালচে মেঘের দুই ডানা
উন্মাদ রাত্রি-ঘোরে উড়ে এসে চোখের সীমানা
পেরিয়ে থেমেছে যেই,তৃতীয় নয়ন ওঠে জেগে
নক্ষত্রের অগোচরে উড়ে যাই লাল মেঘে মেঘে
ব্রহ্মাণ্ড ঘুরে আসি দেবীর স্তনের গোলধাঁধায়
অন্ধ আলিঙ্গন মুহূর্ত ডিঙিয়ে যায় প্রবণতা, আঁধার
এইবার গান শুরু আত্মঘাতী জোছনার ভিতর ঘরে
কুহরে কাঁসরধ্বনি মন্ত্ররা অকালের হাওয়ায় ওড়ে
মৃণালে জড়ানো সাপ বৃন্ত ছুঁয়েছে ফণা দোলে গর্ভগৃহ
রূপোর কলস ভাসে,ভাসমান জরায়ু জলে মৃত্তিকাদেহ
প্রদীপের ছিন্ন যোনি, আরতিতে চিতা থেকে উঠে আসে প্রাণ
এই রাত্রিকথকতা ত্রাস ও সঙ্গীতমাখা ধূসরবরণ আয়ুগান…!
CATEGORIES General