কবি ওয়রওয়ারা রাও-এর কবিতা
চারণকবি
যখন চারিদিকে সবকিছুই খুব বিভ্রান্ত
সময়ের পিচকালো অন্ধকার
নেমে এসে গলা টিপে ধরছে
তখন রক্তও পড়ে না
অশ্রুও না
ঝড়ের মধ্যে ঘনঘন বজ্রপাত হচ্ছে
প্রলয়ের মধ্যে নেমে আসছে একঝাঁক বৃষ্টি
মায়ের যন্ত্রণার অশ্রু
জেলের গরাদের ফাঁক গলে নেমে আসছে
মুক্তোর মতো
কবিকণ্ঠে যা ছিল প্রেরিত
যখন জিভ স্পন্দিত হয়
বাতাসে ছড়িয়ে যায় সুর, আর
গানই তখন হয়ে যায় যুদ্ধক্ষেত্রের ক্ষেপণাস্ত্র
শত্রুরা ভয় পায় কবিকে
তাকে কারারুদ্ধ করে
তার গলায় আরও শক্ত করে ফাঁস পরায়
কিন্তু, ততক্ষণে
কবি তার লেখায়
জনগণের মাধ্যমে শ্বাস নেয়
ফাঁসিমঞ্চের কাঠ
মাধ্যাকর্ষণের ভারসাম্যের মতো
মৃত্যুকে চ্যালেঞ্জ করে
পৃথিবীর বুকে প্রচার করে
ছড়িয়ে যায়
আর তুলে ধরে যে পতাকা, তাতে লেখা
ফাঁসুড়েদের উপনিবেশ।
এই কবিতাটি লেখা ১৯৮৬ সালে, গণ-আন্দোলনের উপর নেমে আসা রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে।
অনুবাদ- বেবী সাউ