
সুতপা চক্রবর্তীর কবিতা
সোহাগ বিবি
১.
সোহাগ বিবির কিচ্ছা শুনো সোহাগ বিবির কিচ্ছা
সোয়ামী তাহার লাউডগা মনের ভিতর ইচ্ছা
সোহাগ বিবির লম্বা চুল গতরে আছার মারে
নতুন বৌয়ের হাসিমুখ দিলের ভিতর ঝড়ে
কোথায় গেলায় সোহাগ বিবি আলোর মতো মুখ
আমার পরাণ ধারন করি পাইছো কত সুখ?
শকুন যেমন সঙ্গীবিহীন আমিও তেমন আছি
চোখের জলের বাষ্প লইয়া ঘুরি মিছামিছি
সোহাগ বিবির আলতা পাও কোথায় গ্যাছে গিয়া
বিদেশি সোয়ামি বসিয়া রই জেলের মধ্যে হিয়া!
করুণ তোমার চক্ষুর জল করুণ ঠোঁটে হাসি
জোনাক বনের বাঘ আমি গলায় দিমু ফাঁসি
সোহাগ বিবির কিচ্ছা কত কইমু পরাণটারে
মনের ভিতর প্রাণের পাখি বন্দী খাঁচায় মরে।
২.
বৃক্ষের লাখান পরাণ পিঞ্জর বৃক্ষের লাখান তরী
এমন দেশের সন্ধান পাইছি আকাশে উড়ছে পরী
জলের ভিতর পরাণ যেমন চুপটি করিয়া থাকে
এমন কন্যার আভাস পাইছি দেখছি নিজোর চোখে
এমন কইন্যা ছাইড়া আইছি গরাদের ভিতর রই
চোউখে আমার আগুন জ্বলে কইন্যা তুমি কই?
দিনের ভিতর চন্দ্র ফুল উনানে তোমার জ্বলে
আগুন আগুন করে বক্ষ বরফ মাটির তলে
বিরহ কেমন হয় বিবি ক্যামনে জানমু কও
একটু পরশ হও পরাণ একটু তুমি বও
জলের ভিতরে পানি আছে তার উপরে জিগর
পক্ষীর লাখান উড়া দিলো বিবি পক্ষীর উপর
এমন দেশের সন্ধান খোঁজ পাইছো নি গো কেউ
পরাণ পিঞ্জর বান্ধা যেখানে পিছে দি চলে ফেউ
৩.
চক্ষের জলের কসম কাটছি,তোমার মাথার কিরা
কাঠের পালঙ্ক হীরার হইল ঘরের ভিতরে বেড়া
আকাশ থাকিয়া ফুলেল কাপড় মাথার উপর পরে
আরেক দেশের পানির কসম বুকুত আগুন ঝরে
ঘরের ভিতরে জোনাকি আলোর পালঙ্ক সাজাই যাই
জলের দেশের রাণীর মতোন সোহাগ বিবিরে পাই
এমন সুন্দর কইন্যা হইছে এমন সুন্দর হাসি
জীবন থাকিয়া আয়ুর হিসাব পরের গলায় ফাঁসি
রাজার আদেশ আইছে এখন তোমারে ছাড়িয়া যাই
রাতের বেলার জোনাকি হইয়ো দিনের বেলার রাই
সোহাগ বিবির কসম কাটছি পরাণ খুলিয়া দেখি
রাজার আদেশে আগুন লাগলো বুকের ভিতরে পাখি
পাখির পরাণ উড়িয়া গেলাম সোহাগ বিবির পানে
জন্মের মতোন বিচ্ছেদ হইলো সুরমা নদীয়ে জানে।
৪.
জলের ভিতর অন্ধকার জলের ভিতর ছায়া
শালিক পাখির কিচ্ছা শুনো বন্দীর জীবন নিয়া
একযে আছিল লাঠিগাঁও সবুজ রঙের ঘেরা
আতখা আইলো পরদেশি নিজের দেশের মরা
নিজের জমিন ঘরবাড়ি আতখা হইলো পর
সোহাগ বিবির কিরা কাটি বেজান উঠলো ঝড়
ঝড়ের আঘাতে তছ-নছ হইলো বিবির জান
কোথায় গেলায় মুরব্বিরা কোথায় গেলায় মান!
প্রাণের আশার গুড়ে বালি চাইয়া চাইয়া রই
রাধিকা আমার সগ্গে গেলো তোমরা উড়াও খই
সোনার পাখির অঙ্গশোভা খসিয়া পড়লো ঘাটে
সগ্গের দোহাই প্রাণপাখি আইয়ো সবুজ মাঠে
মরার পরেও দেখা দিমু চিতার উপরে বই
রাধিকা আমার সগ্গে যাবে উড়াও তোমরা খই
৫.
রাধিকা আমার সগ্গে গেলো আন্ধার আন্ধার করে
দেশোর মাটির গন্ধ উঠে মরার শরীর পুড়ে
কামড় দিলাম সগ্গমর্ত্যে কামড় দিলাম গালে
সোহাগ বিবির হইলদা চিবুক শরমে দোলে
দেশের মাটির শালিধান ডেগোর ভিতরে রাখি
আন্ধার আমার শ্রীরাধিকা তমাল তরুর সখি
দেশের বাড়ির গন্ধ আয় দেশের পুকুর টানে
রাজার বাড়ির ভাত খাই অন্তর আত্মায় জানে
আসাম আমার জন্মমাটি আসাম আমার দেশ
তোমরা কেমনে সাজা দেও তোমরা বুলেউ শেষ?
সূর্যির যেমন আলো পরে দুনিয়া জুড়িয়া শিস্
আমার বাড়ির গন্ধ ভাতে তোমরা দিলায় বিষ!
কতই কইমু দুক্ষ কথা কতই কইমু আর
আসাম আমার জন্ম মাটি সকল কথার সার
৬.
শূইন্য শূইন্য ফাঁপা লাগে বুকের ভিতর খালি
পিঞ্জিরা ছাড়িয়া পাখি গেল বরাক নদীর বালি
বুকের ভিতরে তারা পরে বুকের ভিতরে চাঁদ
রাধিকা আমার বনে গেল লইয়া নিজোর জাত
তাতিয়া উঠের রাত্র দিন তাতিয়া উঠের মাস
বছর বছর গেল রাধে হইলো আমার নাশ
সোহাগ বিবির জল হও বুকের ভিতরে কিরা
শতেক জনম স্বামী হই দিলাম তোমায় বেড়া
মৃত্যুর সময় পাশে থাকো ফাঁসির দড়ির টান
জীবন জুড়িয়া বই থাকো আইলো নদীর বান
ডুবের জমিন বাড়িঘর বোয়াল কাতলা মাছ
ফাঁসির দড়ির কিরা কাটি হইমু তোমার গাছ
শূইন্য শূইন্য ফাঁপা লাগে তোমার সিঁথির হিয়া
একলা আইও মরা গাঙে করমু তোমায় বিয়া
৭.
আমারে চিবিয়া খাও তুমি সোহাগ আমারে খাও
রাহুর মতোন বেড়া দিমু জলের ভিতরে আও
মুখের জবান দিছি বিবি অন্তরে দিলাম ঢেউ
চক্ষুর জলের কিরা কাটো পিঞ্জরে নাই যে কেউ
বুকের ভিতর হু হু করে সোহাগ নদীর জলে
ক্যামনে দিলায় হাতে বেড়ি আমার জীবৎ কালে।
আইসো আমার বুকে বিবি আইসো আমার ঘরে
লন্ঠন যেমন অগ্নি লয়ে সোহাগ বাসর করে!
আইসো আমার বুকে বিবি, আইসো জীবন মাঝে
বাউল গানের সুরে যেন রসের দোতারা বাজে
আমারে চিবাও বিবি তুমি আমারে চিবিয়া খাও
একশো জন্মের বেড়ি দিই সোহাগ বিবির পাও
এমন দ্যাশের মাটি দিও আমার কবর তলে
রাহুর মতোন আঁকড়িয়া থাকমু বিবির গলে
৮.
একলা ঘরোর মাঝে দেখো লাউর ডগার গাছ
বাড়ির মানুষ পর দেশে নদীর যেমন মাছ
ধানের জমিন পাকি যায় সোনার বরণ অঙ্গ
ঘরের মানুষ পর হয় পাইনা তোমার সঙ্গ
সোহাগ আমার সোনা বউ পানের পাতার মুখ
তোমারে ছাড়িয়া জান যায় হাজার টাকার সুখ
সোহাগ বিবির গলে বসে ভোমরা শাড়ির পাড়
জঙ্গল কাটিয়া ঘর গড়ি তোমার গলার হার
সোনার পালঙ্ক মণি মুক্তা সোনার পালঙ্ক ছাই
রাধিকা আমার সগ্গে যাবে শ্যামলা বরণ রাই
ঘরের ভিতর শুনশান ঘরের ভিতর খালি
কিসের আমার ঘরবাড়ি কিসের ফুলের কলি!
রাধিকা আমার সগ্গে যায় চক্ষুর জলের ছায়া
প্রেতের মতোন রাই চলে বুকের ভিতর দিয়া