হিম ঋতব্রত এর কবিতা
.
বাবা
বাবার দিকে তাকালেই শামুকের কথা মনে আসে।
কঠিন ভঙ্গিমা ও গম্ভীর স্বরে— বাবা কথা বললেই দেখতে পাই,
চোখের সামনে শামুক হেঁটে যায়!
কঠিন খোলসে তাঁর দেহ— আর ভেতরে কোমল হৃদয়।
.
ধান দেবতা
বুকে ও চোখে পোতা আছে যার ধান সমগ্র
কাছ থেকে গভীর শুনেছে যে চারাদের কথা
গর্ভবতী পাতাদের গান— কচি কোমল শিষেদের ঘ্রাণ।
যিনি ধ্যানে-জ্ঞানে কেবলই ধানের নামতা পড়েন
যার নিড়ানি সংগীত— দেহে দেহে আনে প্রাণ
আমাদের উদরে যে আঁকে জীবনের আলপনা
সে-ই ঈশ্বর! সে-ই পোষক—
তারে পায়ে পিষে; কোন পূণ্য করলে তোমরা—
হে পরজীবী সকল!
.
মহাজনের ব্লাডব্যাংক
সামনে হলুদ ভুঁই— এপাশে পুকুর
ধার ঘেঁষে মাচায় ফুটে আছে পটল ফুল
ওপাশে ধান ক্ষেত— একটা কাকতাড়ুয়া
বর্গাচাষির দিকে সারাক্ষণ তাকিয়ে থাকে…
আর ফসলের গায়ে লেগে থাকা বর্গাচাষির নিষ্পাপ ঘাম ও রক্ত
জমা হয় মহাজনের ব্লাডব্যাংকে…
.
আমাদের বিদায়
আমরা দুজন সুখে ভাসছি
চুমু খাচ্ছি একে অপরকে
আমাদের বিদায় হয়ে যাবে।
আমরা দুজন খুব কাঁদছি
হাত থেকে হাত সরে যাচ্ছে
আমাদের বিদায় হচ্ছে…
দুজন দুদিকে হাঁটছি
দুটি বিন্দু ক্রমশ ছোট হতে হতে
আমাদের বিদায় হয়ে গেছে!
.
সুদর্শনা
আঙিনায় শাখা ম্যালা সুদর্শনা উদ্ভিদ
টবে গুঁড়ো মাটি
পাতার সবুজে ঝরা জল—
চোখে লেগে থাকে আপনার!
মৃত্যুর পূর্বে ও পরে— প্রথম ও শেষ চাওয়া আমার—
একটি সুদর্শনা উদ্ভিদ হব…
সুন্দর।