সৌরভ মজুমদার-এর কবিতা
সংবেদ
এইযে চারিদিকে মৃত কবিদের ভিড় –
টের পাই তাঁদের সজীব মনঃস্থিতি।
ইতি-চেতনার চর্যা, গান, অনেকই
হল। ঢের দেরি করে আসা লেখাটির
ধীর, মৃদু-মন্দ চলাফেরা, গ্রহপুঞ্জে।
অধীর আগ্রহে, দূরে অশ্বিনীতারারা
কাছে টানে, সবিনয়ে, মৌন। আর যারা
লেখে, সাদায়-কালোয় ‘যৌবন নিকুঞ্জে’
কবি তারা, অন্তর্যামী; ঘোরে অদ্যাবধি…
শব্দব্রহ্ম হাতে, অন্তঃকেন্দ্রে, ভেতরের
ভ্রমণ, ঝাঁসি ব্যবিনায়, ইতিহাসের
সখ্যতায়, বরুণা তীরে মগ্ন পায়চারি,
বহতা, অনাদি যাত্রা। আদিসঙ্ঘ, সঙ্গ
পরিত্যাগে, নত, মস্তকে ধৃতি সংগ্রহ…
পাথর-পরশ
সময় নিয়ে, হৃত সময়, স্পর্শ, খুঁজি, আতিপাতি
এঘর ওঘর, দালান কোঠার পরশ, পাথর
ছোঁয়া, আদিম আমার, বন্ধ দমে, সেই অকাতর
সন্ধিবিলাস, সন্ধ্যাপ্রতিম জ্বলছি আজি, অদ্যাবধি…
অপরা
আলো, মনো-গত
‘ভুল’, প্রমাণিত, হাজারে হাজার
জিতে যদি যায় অন্য কেউ, তা জিতুক
চেনা হয় চারপাশ, অচানকমার
হেরে গিয়ে, দেখা, ভাল
এত যে নক্ষত্র, সেসব হারের কাব্য
জিতেছে কেবল সূর্য, দুটো নীল পেয়ে
বাকিটুকু
নিজেকে জড়ো করে, নিজেকে খুলে ফেলা
কালো
চমৎকার কবিতা।