সুরভী চট্টোপাধ্যায়
মুহূর্তের পরমায়ু
আমি ঘরে ঢুকলাম আর
গনৎকার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমার হাতের রেখা পড়ে নিল
আমি বাইরে আসলাম
আমার হাত জ্বলে গেল
আমি আবার গেলাম প্রশ্ন জড়ো করে
আর কেউ বলে উঠল – মুহূর্তের পরমায়ু কি ঘষামাজা যায়…
মুহূর্তের পরমায়ু
আমি ঘরে ঢুকলাম আর
গনৎকার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমার হাতের রেখা পড়ে নিল
আমি বাইরে আসলাম
আমার হাত জ্বলে গেল
আমি আবার গেলাম প্রশ্ন জড়ো করে
আর কেউ বলে উঠল – মুহূর্তের পরমায়ু কি ঘষামাজা যায়…