শুভ্র বন্দ্যোপাধ্যায় -এর কবিতা
পিতৃব্যবচ্ছেদ
৮
আসলে তুমি নিজের বাইরে দেখোনি
কেউই দেখি না শুধু তোমার আলস্য
তোমার সামনে আমার তাৎপর্য “বধির শ্রমিকতা”
এখন যখন আমার দীর্ঘশ্বাসের শিরা কেটে
বেরিয়ে আসা বিকট বাস্প ঢেকে দিয়েছে
সমস্ত বিকেল সম্ভাবনা
আমি নিজের অন্ত্রের পচনগন্ধ পাই
বুঝি প্রিয় খাবার বিষ হয়ে উঠছে
এরপর দুনিয়াটা নিষ্ঠুর রকমের সহজ হয়ে যাবে
“মূক পাতাগুলো তামসী নিথর হাওয়া উড়িয়ে”
ক্যালেন্ডারে নভেম্বর স্পর্শ করবে করুণা বশত
৯
একটা অস্থিরতা, যেমন অনেকটা সিঁড়ি ভাঙার পর নিঃশ্বাস
অথচ স্পষ্ট জানা এই সহস্রবাহু ঈশ্বর কল্পনা
আসলে আমার অক্ষিকোটর থেকে উপড়ে আনতে চাইছে
যাবতীয় দৃষ্টিভঙ্গি আমি নিজেকে সমর্পণ করেছি
নিজেরই হাতে রাখা শল্যছুরি
পিতৃব্যবচ্ছেদে পাওয়া তীক্ষ্ণ ধার সমেত অপেক্ষা করছি আয়নার সামনে
সঠিক মাপের আলো আমাকে দিয়ে তুলিয়ে নেবে
আমার নিজস্ব ঠাণ্ডা রেটিনা
যার “সমস্ত বেলা ম্লান অন্বেষণ”