রাহুল পুরকায়স্থ-র কবিতা
থাবা
ভয়ের লোমশ থাবা চাঁদের আলোয় পড়ে আছে,
নেশার তফাতে আজ কল্পনার শকুনেরা
ঘুরছে আকাশে,
স্বেদরক্ত অনুসারী পঞ্চমুখী গ্রীবা,
ঘুরে ঘুরে দেখি আমি
স্নেহের মাতাল
চাঁদের অন্তিম আলো পড়েছে যেখানে
সেখানেই নড়ে ওঠে ভয়,
রোঁয়া-ওঠা , ফুলে ওঠা পতঙ্গের থাবা
গরগর শব্দ শোনা যায়
শব্দের শৃঙ্খল ভাঙা লোহার বাঁকানো শিক
কিছু দূরে আমাকেও টানে,
গৃহসংসারের কথা বলে,
থাবার অলক্ষ্যে যত জনপদ
ধ্বংস হয়ে যায়
ধারা প্রবাহিত,
আমাকে পরখ করে,
ছুঁয়ে ছুঁয়ে দেখে আমি জীবিত না মৃত
CATEGORIES General