অরিন্দম রায়-এর কবিতা
শ্রমণ
যেকোনো দুয়ারে আমি দাঁড়িয়েছি পাগলের মতো
ক্ষত,শ্রম, ঈর্ষাভারাতুর, পুরনো রেডিও গান, বালিকার ফিতে
পুতুলের ছেঁড়া জামা, শুকনো সাবান!
রোদে পিঠ দিয়ে যারা ভাত বেড়ে খেত, পালিশ কাঠের পিঁড়ি
না মাজা বাসন আর উনুনের ছাই
দুপুরে অলস ঘুঘু শুনশান পাড়া
সবেমাত্র বালিকার প্রেমাষ্পদ সেজে
যখনই দুয়ারে আমি দাঁড়িয়েছি পাগলের মতো
ঝুলি কাঁধে, তৃষ্ণায় ফেটে যাওয়া ছাতি
পিতলের ঘটি মেজে কে দিয়েছে জল?
জতুগৃহ
যা কিছু জগৎ আমি মনে মনে পাবো না জেনেছি
যেখানেই যাও না কেন রয়ে গেছে ছুপা কিছু শূদ্র লাঞ্ছনা
যে আগুন পূন্যের মতো তাকে তুমি চিনিয়েছ কানাগলি পথ
নিজেকে বাঁচাবে বলে পুড়িয়ে মেরেছ তাই পঞ্চ নিষাদ
কথিত গল্পের ছাই উড়ে গেছে জোরে হাওয়া দিলে
CATEGORIES কবিতা