
অতনু ভট্টাচার্য-র কবিতা
দুটি কবিতা
পাখি
পাখি তো ডেকে ডেকে ফিরে যায়
চেতনা বুকফাটা প্রান্তর
পাখির অধিভাষা প্রাজ্ঞের?
আকাশপটে আঁকা বিস্তার
পাখি কি কথা বলে নিভাষায় ?
প্রশ্ন উঠে আসে ক্রমশই
ভাবা ও ভেবে মরা পথিকের
দুধারে ফুটে থাকা মঞ্জরি
জ্ঞানের ভাষা সাদা হওয়া চাই
শিল্পে বেঁকে যায়, কত দিক
একথা জানে পাখি ? জানে বুঝি !
দাঁড়িয়ে থাকি ঠায়, মর্মর…
পুরাণও ঘেঁটে আমি দেখলাম
বলেছে জাদুকরী কত কী না !
ভাষার বনিয়াদ প্রসঙ্গ
তাও কি উত্তর ? প্রশ্নের ?
যুক্তি আজ থাক, শুনে যাই
স্নিগ্ধ সাহসিক ভঙ্গিকে
দোয়েল ডাকে ভোর প্রকাশের
স্বাগত, এভাবেই বলা যায়…
খেলাঘর
তোমাকে বলেছি না পথ চলা
সে ছিল ভৈরবী দিনকাল
শুদ্ধ রাগিণীর বিস্তার
স্বরূপ, জানে কবি বিস্ময় !
কেটেছে তাল লয় জীবনের
ভুলের পিঠে পড়ে রোদ্দুর
তোমাকে বলেছি না পথে পথে
অসীমপ্রসারিত স্পন্দন !
একাই আমাদের বারান্দা
সে নেই, স্মৃতিলোকে চুপচাপ
তোমাকে বলেছি না ভুল বাড়ি
জীবন অশ্রুত খেলাঘর…