
সায়ন ভট্টাচার্য-র কবিতা
হে বঙ্গ….
শরীরে এখন শুধুই ঘুম আর ঘুম
জমাট স্নায়ু, চিন্তাহীন হাত,পা – টেমার লেন থেকে অজানা হাওয়া এসে বন্ধ করে দিলো একরাশ চোখ!
ভাঙা কাঁচের মতো জেগে থাকে স্বচ্ছ ভারত
হঠাৎ ফাইন আর্টসের দরজাটা হুট করে খুলে যায়, কাঠের পার্টিশানের ওপার থেকে ভেসে আসে ‘উড়ন্ত তারাদের ছায়া’বাণী, হাহাকার, চুপকথা ।
আমরা তো অনেকটাই বরফে ঢাকা গাছের গুঁড়ি
কয়েক মাইল সাদা ঝরোখা, মা উড়ালপুল পার হয়ে, একটা পুকুরঘাটের কাছে সবকিছু স্তব্ধ হয়ে গেল …. এবার, তুমি ঠিক কোথায় মুখ লুকাতে চাইছো, বুঝতেই পারছি না!