হিন্দি ভাষায় পাঁচকন্যার কলম
মুক্তি
সবিতা সিংহ
সময়ের শূন্য চোখে
ভাসতে থাকা শতাব্দী
মলিন ছায়ার মতো
ভাসতে থাকে সে
আর প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে
কীভাবে মুক্ত হব
*দোষ
অনীতা বর্মা
যখন আমার জন্ম হল আমি দোষী ছিলাম
কেননা,
আমি মেয়ে হয়ে জন্মেছিলাম
যখন কিছুটা বড় হলাম
তখনও দোষী হলাম
কেননা, আমার বুদ্ধি ছেলেদের চেয়ে বেশি ছিল
আর খানিকটা বড় হওয়ার পরে আমার দোষও বড় হলো
কেননা আমি সুন্দরী ছিলাম আর লোকে আমার প্রশংসা করত
আরও খানিকটা বড় হলাম যখন দোষও আলাদা হলো
কেননা আমি অন্যায়ের প্রতিবাদ করতাম
বুড়ি হওয়ার পরেও আমি দোষীই থাকলাম
কেননা, আমার ইচ্ছার শেষ ছিল না
মৃত্যুর পরেও আমি দোষী হলাম
এসমস্ত কিছুর জন্য অসম্ভব ছিল আমার মুক্তি…
এক প্রেমিক
অজন্তা দেব
এ মেঘ পুরনো
বৃষ্টি হবে এখানেই
সে চেনে আমার বাড়ি
তোমার হিসেবের খাতায়
নির্মলা গর্গ
তোমার হিসেবের খাতায়
লেখা আছে যার ক্লান্তি
যার অজ্ঞানতা
তারই
ঠিক তারই গীত
তারই ইচ্ছা
বলে ওঠে আমার কবিতা
এখন আমার তোমার
যে সম্পর্ক
এক কামরায়
যাত্রীরা একসঙ্গে আড্ডা দিচ্ছে
আমরা নয়…
*সুন্দরীরা
নীলেশ রঘুবংশী
এসো না তুমি এই সম্মান সমারোহে
সাজানো থালা,শাল কিংবা শ্রীফল নিয়ে
দীপ প্রজ্জ্বলের সময়
দাঁড়িও না দেশলাই আর প্রদীপের সঙ্গে
মঞ্চে দাঁড়িয়ে করো না অভিনন্দন পত্র পাঠ
উপস্থিত ব্যক্তিদের কাছে
শুধুমাত্র মোহনীয় এবং দর্শনীয় করে তোলো না নিজেকে
সুন্দরীরা
তুমি এরকম করে তো দেখো
কেমন বদলে যাবে দুনিয়া…
খুব সুন্দর কবিতা। পড়লাম। আবারও পড়ব।