স্মরণ
চলে গেলেন কবি ও কথাসাহিত্যিক শরৎকুমার মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে সঙ্গে চলে গেল একটা যুগ, একটা জীবনপ্রবাহ, যা ছত্রে ছত্রে প্রতিফলিত হতো তাঁর কবিতাগুলিতে। একজন প্রকৃত বড় কবি হিসেবে তিনি থাকবেন আমাদের কাছে। তাঁর লিখিত অক্ষরগুলি থাকবে। তাঁর স্মরণে তুলে দিলাম তাঁরই লেখা একটি কবিতা।
এলিজি
শরৎকুমার মুখোপাধ্যায়
তোমার জন্য শোকসভা হবে না মহম্মদ আলি
কেননা
ক্ষমতার লড়াইয়ে তুমি ছিলে না
নামডাকে ছিলে না
তাছাড়া, তুমি পা ফসকে পড়ে গেছ।
অতএব এই কবিতা।
শুক্রবার সকালের পর কাজ করোনি তুমি
তবু শনিবার অবধি মাইনে পাবে।
ঠিকেদার সদয় হলে
পনেরো হাজার টাকা জীবন বীমা
তা-ও পাবে তোমার বিবি,
পঙ্গু হয়ে বেঁচে থাকলে যা পেতে না।
মেট্রো রেল ভবনের ওই উঁচু দেওয়াল
তোমার হাতে রং…
মানুষকে ছোট দেখাচ্ছে, ছোট দেখাচ্ছে
ভাবতে ভাবতে তোমার পা ফসকে গেল।
এই খবরটাও সকলের জানা দরকার।
TAGS শরৎকুমার মুখোপাধ্যায়