সব্যসাচী সরকার- এর কবিতা
আমরা
নদীর ধারে কিংবা পাহাড়ে
আমরা বসেছিলাম।
জানতাম,
কেউ কোথাও পৌঁছব না।
আলো কমে আসছে,
এর পরে যে যার বাড়ির দিকে চলে যাব,
যেতে হবে।
হাওয়া বইছিল
হু হু করে—
আমাদের চলে যাওয়া
তুলে রাখছিল
সেলফোন।
ওই যেমন রাখে।
এর বাইরে
একটু দূরে দাঁড়িয়ে
আমার মাথায় ঢুকে পড়ছিল
কতরকমের তুমি-আমি আর
মন কেমন।
ঢাকুরিয়া ব্রিজ কেন
আর একটু লম্বা হল না,
কেন যে, কী ভাবে এবং
কোন কোন রাস্তায়—
কেন ওরা আমাকেই,
আমাদের ভিলেন ভাবছে…
নাগকেশর
গাছ তো অনেকটা,
কিছুটা সবুজ।
বাকিটা ধূসর ক্ষোভ,
হয়তো অবুঝ।
ফণা তোলা গাছ,
লতিয়ে লতিয়ে ওঠা
আদুরে বালিকা,
তোমার গলার কাছে
প্রদীপের শিখা।
গাছেরা দুলতে থাকে
আমি কেউ নই,
একদিন মাঝরাতে
আমি আসবই।।
বোধ
কে চলে যাবে, মাছি তুমি ঘেঁটে দিলে, গোপনীয় এইসব গোপনীয় কথা, বিকেল সেই এক ভাদ্র বিকেলে
|