
শীর্ষা-র কবিতা
এক পংক্তির কয়েকটি কবিতা
গৃহ
বর্ণমালার ম-অক্ষরটি যেভাবে আপন হয়ে ওঠে
আপন
একদিন সব ভেঙেচুরে চলে যাওয়া মৃত আত্মার ডাক
আত্মা
একটি মা কুকুর যেভাবে সন্তানের পোকা তুলে দিতে ব্যস্ত
পোকা
সংসারে দুটি জীবের একটি বাহক, দ্বিতীয়টি পোকা
দ্বিতীয়
অসম্ভব সন্তর্পণে বাঁশিটি বাজানো প্রিয়
বাঁশি
সুরের আড়ালে মজে থাকা নদীটির আচমকা ডাক
ডাক
অবিন্যস্ত দুপুরে অক্লান্ত ঘুঘুটির অকারণ জানালাভ্রমণ
জানালা
ঘরকে প্রিয় হতে না-দেওয়া বাইরের সাইকেল
সাইকেল
অসুখ সরিয়ে তোলা ডাক্তারের হাসিটি
হাসি
কৃষ্ণ আকাশে কলঙ্কিত চাঁদের আদর
TAGS শীর্ষা