শাশ্বতী সান্যালের কবিতা

শাশ্বতী সান্যালের কবিতা

শালগ্রাম

কালো পাথরের বিগ্রহ
সাত আট বছর আগে তোমাকে অর্চনা করে
ফেলে দিয়ে এসেছি, সাগরে…

স্নানের অছিলা নিয়ে, এতদিন পরে
দূরগ্রামে ফেরৎ এসেছ

আলোচাল ব্রত নেই, আমাদের সহজ পরবে
মদ মাংসের রীতি প্রচলিত…

এ বয়সে নুলো প্রভু এত অনাচার সহ্য হবে?

তোমারও গোপিনীসঙ্গ অবিদিত নয়
বারদুয়ারির পথে কানে আসে কামুকের গান

এত মেয়েধুলো মেখে
ফিরেছ সংসারজলে?
অনন্তশয়ান…

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)