
রিমি মুৎসুদ্দির কবিতা
দর্শকাসন থেকে
প্রশ্ন করব না
প্রশ্ন করার উপযুক্ত সময় আসেনি
কেবল নিজের কথা বলব
মধুকুঞ্জে সৌরভে অলি ওড়ে গুঞ্জনে
আর সমস্ত বিশ্বচরাচরের ভিতর কোথায় যেন
একটা তীব্র সূর্যালোক
প্রশ্ন করার উপযুক্ত সময় নয় এখন
কালিন্দীর কূলে খাণ্ডবের বনে নেই কোনও বিষ, নেই আগুন!
কেবল কৃষ্ণপদে ব্রজনারীর প্রেম দেখছে সবাই
আর ভাবছে জ্বলে উঠুক প্রশ্নগুলো সব
বেজে উঠুক ভেরি শঙ্খ বাদ্য
দর্শকাসন থেকে উঠে আসুক কোনো সুরদলনী ত্রিশূলধারিণী।
TAGS রিমি মুৎসুদ্দি