রাহুল দাশগুপ্ত-র কবিতা
দুটি কবিতা
১
আয়ু কমে গেলেও
গাছ
গাছই থেকে যায়
আয়ু কমে যাচ্ছে দেখে
গাছের দিকে তাকিয়ে
বিভ্রান্ত হয়ো না
তাকে ভেবো না
পোড়োবাড়ি
মনে রেখো
পোড়োবাড়ির
কোনো গন্ধ থাকে না
কোনো আভা থাকে না
ধূসর হয়ে এসেছে
সবুজ
গাছ, তবু গাছই
সে ছায়া দেয়
এখনও
দিয়ে যাবে চিরকাল…
২
দূরে কোথাও
হুইসল বাজে
একটা ট্রেন চলে যায়
ট্রেনের জানালা দিয়ে
উঁকি মারে
শিশুরা
এই ট্রেন শিশুদের
শুধু শিশুরাই
এই ট্রেনে যেতে পারে
শুধু ওরাই
টিকিট পায়
এই ট্রেনের
যত সিট আছে
এই ট্রেনে
সবই জানালার ধারে
সেই জানালা দিয়ে
শিশুরা তাকিয়ে থাকে
বাইরের দিকে
যেখানে সারি সারি
খাঁচা
খাঁচার ভিতরে ব্যস্ত, তৎপর, উদ্যোগী মানুষ
একটি শিশু হাসতে হাসতে
চেঁচিয়ে ওঠে:
চিড়িয়াখানা
ট্রেনটা এগিয়ে যায়
সামনেই রয়েছে
ঝুলন্ত, অলৌকিক এক ব্রিজ…