বিশ্বজিৎ চট্টোপাধ্যায়-এর কবিতা
সার্কাসের তাঁবু
সার্কাসের তাঁবু থেকে পালিয়েছে খোঁড়া অশ্বতর।
কারা যেন বলে গেল আজ খুব স্মরণীয় দিন।
গতকাল শীত ছিল মাঠ আর হাড়ের ভিতর।
মন্দির নির্মাণ শেষে ফিরে এল দুটি মাত্র লোক।
রাজা আর বাজনাটি ছিল খুব অশ্ব-পরাধীন।
রামের পিছনে হাঁটে
হাঁটু-হীন অশ্বের চালক।
যোজন যোজন রাস্তা এই পথ ফুরোবার নয়।
শীতকাল সঙ্গী তার অযাচিত সৌভাগ্য সফরে।
ধর্মের পুলিশ তাকে শর্তাধীন দিয়েছে অভয়।
রাজা সহ বাজনাটি গুহার ভিতরে করে গান।
মাথার ভিতরে তার ঘুণপোকা ডাকে,নড়ে চড়ে।
কৃষ্ণের বাঁশিটি নিয়ে পালিয়েছে প্রেমিক শ্রীরাম।
সার্কাস তাঁবুর থেকে চুপিচুপি পালিয়েছি আমি।
আমি সেই অশ্বতর। এই লেখা আমার প্রণামী।
CATEGORIES কবিতা
ভালো লেখা