
আবহমান পঞ্চম মুদ্রিত সংখ্যা প্রি-বুকিং
যে পাঠকরা আবহমানের পঞ্চম মুদ্রিত সংখ্যা সংগ্রহ করতে চান, তাঁরা
অবিলম্বে আমাদের নম্বর 8240711621 -এ হোয়াটস আপ করুন এবং প্রি-বুকিং করুন আপনার ঠিকানা সহ।
প্রি-বুকিং এর জন্য যাঁরা মেসেজ করে রেজিস্টার করবেন, বই প্রকাশের সঙ্গে সঙ্গে
তাঁদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের কাছ থেকে বইয়ের দাম এবং পাঠানোর খরচ
ফোন পে প গুগল পেতে নিয়ে নেওয়া হবে এবং তাঁদের ঠিকানায় পত্রিকা পাঠিয়ে
দেওয়া হবে।
হোয়াটস আপ 8240711621